রাজশাহী থেকে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রামসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
তবে রাজশাহী বিভাগের আন্তঃজেলা রুটের বাসগুলোর চলাচল স্বাভাবিক আছে।
বাস মালিক সমিতির নেতা মতিউল হক টিটো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ থাকবে। তবে রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যকার বাস চলাচল করছে। পরবর্তীকালে সরকারের কোনো সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
0 coment rios: