ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে মহামারি করোনা ভাইরাস। ভয়াবহ এই ভাইরাস ঠেকাতে রবিবার (২২ মার্চ) কারফিউ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে কারফিউ জারি করেছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী কারফিউয়ের ঘোষণা দেন।
ভারতের প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে রবিবার জনতা কারফিউ জারি থাকবে। ওই দিন সবাই ঘরে থাকুন। আসুন আমরা সবাই নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, দেশকে বাঁচাই।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস আতঙ্কে মজুদদারি করবেন না। আতঙ্কে অতিরিক্ত জিনিস কিনবেন না। কেউ অফিসে আসতে না পারলে তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবেন না, মানবিক আচরণ করুন। করোনা ভাইরাসে যে কয়টি দেশ আক্রান্ত হয়েছে, দুটি বিশ্বযুদ্ধেও এত দেশ আক্রান্ত হয়নি।
0 coment rios: