কুষ্টিয়ার মিরপুরে পলিথিনে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে শিশুরা খালের পানিতে হাত দিয়ে মাছ ধরতে নামে। এ সময় তাদের হাতে একটি মোড়ানো পলিথিন বাধে। এতে তারা ভয় পায়। পরে তারা সাহস করে পানির নিচ থেকে মোড়ানো পলিথিনটি তুলে আনে। এ সময় তার মধ্যে একজন নবজাতকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এ মরদেহটি উদ্ধার করে।
0 coment rios: