প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় অন্তত ৬ জ...
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় অন্তত ৬ জন মানুষের মৃত্যু হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর এ তথ্য জানিয়েছেন। খবর ‘তেহরান টাইমস’।
এ বিষয়ে কিয়ানুস জাহানপুর বলেছেন, ইরানে প্রতি ঘণ্টায় ৫০ জন লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। আর প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন একজন।
এ দিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ সময়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। সবমিলিয়ে ইরানে এখন পর্যন্ত ১৮ হাজার ৪০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় এ পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে।