শার্শা প্রতিনিধি, যশোর ১৯ মার্চ ২০২০, ১৯:৩২ যশোরের শার্শায় বিভিন্ন দেশ থেকে আসা ১৮ ব্যক্তিকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা ...
শার্শা প্রতিনিধি, যশোর
১৯ মার্চ ২০২০, ১৯:৩২
যশোরের শার্শায় বিভিন্ন দেশ থেকে আসা ১৮ ব্যক্তিকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদের মধ্যে আমেরিকা থেকে ৩ জন, ইতালি, সিঙ্গাপুর, সৌদি আরব ও ওমান থেকে এসেছেন একজন করে মোট চারজন, মালয়েশিয়া থেকে ৩ জন ও ভারত থেকে ৮ জনসহ মোট ১৮ জনের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বিদেশ থেকে আসার পর এরা বাড়িতে অবস্থান না করে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করছিল। এতে স্থানীয়রা ভীত-সন্ত্রস্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন। পরে তাদের বাইরে ঘোরাফেরা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ দিকে ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশিরা চোরাই পথে গোপনে ফিরছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরা ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করত। এরা অনেকেই ফিরে এসে এলাকায় ঘোরাঘুরি করছেন এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, বিদেশ থেকে ফিরে আসা ১৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।