যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১০ টি স্বর্ণের বারসহ (কেজি একশত ৬৬ গ্রাম) জিহাদ আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ২১ বিজি...
যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১০ টি স্বর্ণের বারসহ (কেজি একশত ৬৬ গ্রাম) জিহাদ আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সাদিপুর গ্রামে নায়েক সুবেদার মালেকের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে স্বর্ণ সহ জিহাদ নামে এক পাচারকারীকে আটক করে। উদ্ধারকৃত স্বর্নের ওজন ১ কেজি একশত ৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মুল্য ৬৯ লক্ষ ৯৬ হাজার টাকা।
আটককৃতকে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।