যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের অভয়নগর প্রতিনিধি মোঃ বদরুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে...
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের অভয়নগর প্রতিনিধি মোঃ বদরুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার দুপুর ২টার দিকে চিহ্নিত সন্ত্রাসীরা নওয়াপাড়ায় দৈনিক ইত্তেফাকের অফিসের সামনে গিয়ে বদরুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তাঁর অফিসে আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
বুধবার দুপুর ২টার দিকে চিহ্নিত সন্ত্রাসীরা নওয়াপাড়ায় দৈনিক ইত্তেফাকের অফিসের সামনে গিয়ে বদরুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তাঁর অফিসে আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক বদরুজ্জামান নওয়াপাড়ার কয়েকজন ভেজাল সার কারবারি ও পেশাদার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইত্তেফাকে সংবাদ প্রকাশের জের হিসেবে অভিযুক্তরা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবিসহ খুন-জখমের হুমকি দেয়। এঘটনায় বদরুজ্জামান আদালতে মামলা করলে গতকাল সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি প্রদর্শন করে। এব্যাপারে বদরুজ্জামান অভয়নগর থানায় একটি জিডি করেছেন, যার নং-১১২৪/২০।