বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের নামের পরে ‘খান’ যুক্ত হয়েছে আট বছর হতে চলল। সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের এই জুটি অনেক...
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের নামের পরে ‘খান’ যুক্ত হয়েছে আট বছর হতে চলল। সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের এই জুটি অনেকের কাছেই আদর্শ। সংসার, সন্তান পালন আর ক্যারিয়ার দুজনেই দক্ষ হাতে সব্যসাচীর মতো সমানতালে চালাচ্ছেন। কারিনার নিন্দুকেরাও ‘মা কারিনা’র প্রশংসা না করে পারেন না। এবার সাইফ আলী খান জানালেন, স্ত্রী হিসেবে কারিনা দশে দশ।
পেশাগত জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন, ব্যক্তিগত জীবনে তার কোনো প্রভাব পড়তে দেন না এই তারকা জুটি। এত কিছুর ভেতরেও ঠিকই একজন আরেকজনের জন্য সময় বের করেন। সম্প্রতি তিন বছরের তৈমুরকে নিয়ে নতুন বছর উদ্যাপন করলেন সুইজারল্যান্ডে। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, ‘কারিনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।