"যশোর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট"এর ছাত্রের হাত ধরে শুরু হতে যাচ্ছে এই অসম্ভব ভাবনার সেবাটি" যা কেউ কখনো ভাবিনি"
যার মূল লক্ষ থাকবে" ঘরে বসেই চিকিৎসক ও চিকিৎসার সকল তথ্য এবং অনলাইন এর মাধ্যমে রক্তের সন্ধান দেয়া" এমনকি ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলা"
যা পরিচালনায় আছেন উদ্যোগতা মোঃ নাঈম হাসান লিভিন" সহযোগীতায় মুজিবনগর উপজেলা পরিষদের ইউ,এন,ও,মোঃ ওসমান গনি" মাহফুজুর রহমান পোলেন,মেহেরপুর জেলা ছাত্রলীগ" আব্দুর রহমান রাব্বী,মেহেরপুর জেলা ছাত্রলীগ, ছিএলবি বয়েজ গ্রুপ, দারিয়াপুর" প্রগতি ক্লিনিক মেহেরপুর" সনো ল্যাব মেহেরপুর" মেডিকেয়ার মেহেরপুর সহ আরও কিছু ক্লিনিক ও মেডিকেল সেন্টার" এছাড়া জেলা ভিত্তিক তাদের কর্মী রয়েছে যারা তথ্য সংগ্রহে ব্যস্ত" এর মাধ্যমে বাংলাদেশের মানুষ আরেক নতুন অনলাইন সেবা পেতে চলেছে বলে জানান " উদ্দোক্তাঃ নাঈম হাসান লিভিন এবং তিনি সকলের চিকিৎসা সেবায় কাজ করবেন বলে জানিয়েছেন।
0 coment rios: