যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা তিন নারীর ভেনিটি ব্যাগ থেকে ১৪ হাজার টাকা মোবাইল ফোন খোয়া গেছে। এ ঘটনায় থানায় লি...
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা তিন নারীর ভেনিটি ব্যাগ থেকে ১৪ হাজার টাকা মোবাইল ফোন খোয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন যশোর সদর উপজেলার রপদিয়া গোপালপুর গ্রামের তহিদ ইসলাম টুটুলের স্ত্রী চামেলি বেগম নামে এক গৃববধূ।কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই শারমিন আখতার জানিয়েছেন, হাসপাতালে চামেলি বেগম নামে এক নারীর ব্যাগ থেকে টাকা ও মোবাইল চুরির অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নিয়ে হবে।
হাসপাতাল তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু জানিয়েছেন, হাসপাতালে সার্বক্ষনিক সময় পুলিশ পাহায় থাকা অবস্থায় নারীর ভেনিটি ব্যাগ থেকে টাকা খোয়া যায় খুবই দুঃখজনক।