যশোর সদর উপজেলার বীরনারায়নপুর গ্রামের বিলের মধ্যে দিয়ে যাওয়া সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ দুপুরে বীরনার...
যশোর সদর উপজেলার বীরনারায়নপুর গ্রামের বিলের মধ্যে দিয়ে যাওয়া সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ দুপুরে বীরনারায়নপুর গ্রামের বিলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বীরনারায়নপুর ও শর্শুনাদহ গ্রামের বাসিন্দারা অংশ নেন।প্রায় দেড় কিলোমাটর দৈর্ঘ্যের এ রাস্তাটি মূলত দুই গ্রামের মানুষ বিলে থেকে তাদের ফসল ঘরে তুলতে এবং যশোর শহরে আসা-যাওয়ার জন্য ব্যবহার করতো। ১৯৮৮ সালের রেকর্ডেও রাস্তাটি ছিল। পরবর্তী রাস্তার সংলগ্ন জমির মালিকরা জমির আইল বাড়াতে বাড়তে নিশ্চিহ্ন করে ফেলেছে। এমনকি আরএস জরিপের সময় তা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। যে কারণে এখন এ দুই গ্রামের মানুষকে প্রায় তিন কিলোমিটার ঘুরে যোগাযোগ রক্ষা করতে হয়। এ অবস্থায় রাস্তাটি উদ্ধার করে জনগণের ব্যবহারের উদ্দেশে খুলে দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।