যশোরের শার্শার আফিল জুট মিলের সামনে সখিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর ট্রেনে কাটা পাড়ে মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, বৃদ্ধ সখিনা সাত...
যশোরের শার্শার আফিল জুট মিলের সামনে সখিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর ট্রেনে কাটা পাড়ে মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানায়, বৃদ্ধ সখিনা সাতক্ষীরা জেলার মুছা সানার স্ত্রী। তার মেয়ে ও জামাই আফিল জুট মিলে চাকুরী করে। মেয়ে জামাইর সাথে দেখা করতে জুট মিলে যাওয়ার সময় রেল লাইন পার হতে গেলে দ্রুতগামী ট্রেনটিতে কাটা পড়ে ওই নারী। বেনাপোল থেকে খুলনা ফিরে যাওয়ার সময় লাশ জিআরপি পুলিশ ময়না তদন্তর জন্য নিয়ে যায়।
শার্শা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।