যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছে। যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা ও নাভারণ-সাতক্ষীরা সড়কের সাতমাইলে পৃথক দুর্ঘটনা...
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছে। যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা ও নাভারণ-সাতক্ষীরা সড়কের সাতমাইলে পৃথক দুর্ঘটনায় তারা হতাহত হয়েছেন।
নিহত ওলি উল্লাহ (৩৩) শহরতলী পুলিশ লাইন পারহাউজ পাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে ও সালেহা বেগম (৭০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেড়বাড়ি গ্রামের শেখ ইউসুফের স্ত্রী। আহত আবুল কালাম (৪০) যশোরের কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।
স্বজন সূত্র জানিয়েছেন, শুক্রবার দুপুরে এক মোটরসাইকেল যোগে ওলি উল্লাহ ও আবুল কালাম দাওয়াত খেতে খাজুরা গিয়েছিলন। বিকাল পাঁচ টার দিকে তারা দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথিমধ্যে ভাটার আম তলা নামকস্থানে পৌঁছালে বিপরীত মুখি সোহাগ পরিবহন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দু’জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে জরুরি আনলে চিকিৎসক ওলি উল্লাহ মৃত ঘোষনা করেন ও মতিয়ারের অবস্থা আশংকাজন হওয়ায় তাতে ঢাকায় রেফার করা হয়েছে।
আপরদিকে বৃহস্পতিবার বিকেলে সালেহা বেগম তার মেয়ে সখিনা বেগমের বেনাপোলের বাড়ি থেকে বের হয়। নাভারণ-সাতক্ষীরা সড়কের সাতমাইলের হাবিবুর রহমান ক্লিনিকের সামনে পৌছুলে ইজিবাইক থেকে পড়ে গুরুতর আহত হয়। জরুরী অবস্থায় নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে ডাক্তার তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার আপেল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার আপেল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।