ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর সময়। অংশ নিতে যাওয়া দশ দলেরই সব পরিকল্পনা এখন বিশ্বকাপকে ঘিরে। ২৩ এপ্রিল চূড়ান্ত দল দেওয়ার সময়সীমা। এরমধ্...
ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর সময়। অংশ নিতে যাওয়া দশ দলেরই সব পরিকল্পনা এখন বিশ্বকাপকে ঘিরে। ২৩ এপ্রিল চূড়ান্ত দল দেওয়ার সময়সীমা। এরমধ্যে দল দিয়েছে নিউজিল্যান্ড। অন্যরা কবে দল ঘোষণা দিতে পারে, কারা থাকছেন আলোচনায় দেখে নেওয়া যাক:
নিউজিল্যান্ড:
সবার আগে গত ৩ এপ্রিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অনুমিতভাবে চেনা মুখরাই আছেন কিউই দলে। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেল।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দ্বিতীয় দল হিসেবে স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল (সোমবার) ১৫ জনের বিশ্বকাপ দল জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বল টেম্পারিং ইস্যুতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অনেকটা নিশ্চিতভাবেই সে দলে দেখা যাবে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারকে।
সর্বশেষ ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে দারুণ খেলা অস্ট্রেলিয়া এবারও ফেভারিটদের অন্যতম। দলের টপ অর্ডারের বেশ কয়েকজন ছন্দে থাকা কেমন হবে অসি দল, এই নিয়ে আছে তুমুল আগ্রহ।
ভারত
অস্ট্রেলিয়ার মত ১৫ এপ্রিলই দল ঘোষণা করবে ভারত। মুম্বাইয়ে এদিন বিশ্বকাপ দল নির্বাচনের সভা হবে, এরপরই ঘোষণা হবে তা। আইপিএলের ম্যাচ খেলতি এই সময় মুম্বাইয়ে থাকবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, সেই সভাতেও যোগ দেবেন তিনি।
ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে আছে তুমুল আগ্রহ। এই জায়গায় লড়াইয়ে আছেন বেশ কয়েকজন- ঋশাভ পান্ত, দিনেশ কার্তিক, আম্বাতি রায়ডু, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর ও অজিঙ্কা রাহানের মধ্যে কারা থাকছেন বিশ্বকাপ দলে জানা যাবে সোমবারই।