যশোরে সড়ক দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কেসমত নওয়াপাড়া মসজিদের সামনে ঘটনাটি ঘটে। তারা হলো, মনোহ...
যশোরে সড়ক দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কেসমত নওয়াপাড়া মসজিদের সামনে ঘটনাটি ঘটে।তারা হলো, মনোহরপুর গ্রামের ফুলবাড়ি এলাকার মতলেব উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন (২৬), বসির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২২) এবং কেসমত নওয়াপাড়ার শাহিন উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।শুক্রবার রাতে কেসমত নওয়াপাড়া মসজিদের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় যশোর থেকে আসা খাজুরাগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই আরহী বুরহান ও আব্দুল্লাহ গাড়ি থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।