যশোর-২, জাতীয় সংসদের ৮৬ নির্বাচনী এলাকা। ঝিকরগাছা চৌগাছা দু’টি উপজেলা নিয়ে এ আসন গঠিত। তবে দেশ স্বাধীনের পর এ আসন থেকে কোনো দলই নারী প...
যশোর-২, জাতীয় সংসদের ৮৬ নির্বাচনী এলাকা। ঝিকরগাছা চৌগাছা দু’টি উপজেলা নিয়ে এ আসন গঠিত। তবে দেশ স্বাধীনের পর এ আসন থেকে কোনো দলই নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী হিসাবে বিএনপির একমাত্র মহিলা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি মনোনয়ন পেয়েছেন। তা এখনও চুড়ান্ত হয়নি।বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা নাজমুল ইসলাম ঢাকায় অপহরণের পর খুন হন। নাজমুল ইসলাম ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা বিএনপির সভাপতি। এরপর রাজনীতিতে প্রকাশ্যে আসেন মুন্নি। সেই থেকে সাবিরা নাজমুল মুন্নি স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃঢপ্রত্যায় নিয়ে নেতাকর্মীদের কাছে ছুটছেন। গত উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে জয়লাভ করেন। বর্তমান সরকারের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মুন্নি বলেন, স্বামী (নাজমুল) ছিলেন ঝিকরগাছার গণমানুষের নেতা। শুধু বিএনপি করার কারণে সন্ত্রাসীরা নাজমুলকে অপহরণের পর খুন করে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আছি। মানবকল্যাণে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে এ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছি। দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিবেন।
জানা গেছে, ২৩ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত নেতা সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হোসাইন থেকে মনোনয়ন দাবি করছে। জামায়াতে ইসলামীও আসনটিতে বেশ শক্তিশালী। গত জোটগত নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন পেয়েছিল জামায়াত। তবে আসছে নির্বাচনে জামায়াত কিভাবে নির্বাচন করবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তার পরেও জামায়াতে ইসলামীও এ আসনে প্রার্থী দেয়ার জোর চেষ্টা করছে বলে নিশ্চিত হওয়া গেছে।