ক্লোজআপ তারকা রন্টি দাস আবারও পুত্র সন্তানের মা হলেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তা...
ক্লোজআপ তারকা রন্টি দাস আবারও পুত্র সন্তানের মা হলেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বামী সাইদুর রহমান।
স্বামী সাইদুর রহমান বলেন, ‘গতকাল আমাদের এক ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। মা ও ছেলে দুজনেই এখন সুস্থ আছে। ছেলের ওজন হয়েছে ৩ কেজি ১শ’ গ্রাম। ছেলের নাম এখনও রাখা হয়নি। মা ও ছেলেকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
গত বছর ডিসেম্বরে নোঙ্গর ব্যান্ডের মিউজিশিয়ান সাইদুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্লোজআপ তারকা রন্টি দাশ। এ সংসারে এটি তাদের প্রথম সন্তান।
গত বছর ডিসেম্বরে নোঙ্গর ব্যান্ডের মিউজিশিয়ান সাইদুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্লোজআপ তারকা রন্টি দাশ। এ সংসারে এটি তাদের প্রথম সন্তান।
এর আগে, ২০১১ সালে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদকে বিয়ে করেন রন্টি দাস। ২০১৩ সালে এপ্রিলে প্রথম কন্যা সন্তানের মা হন রন্টি। মেয়ের নাম রাখেন আরশী। এরপর গত বছর ১৬ মে পুত্র সন্তান জন্ম দেন এই কণ্ঠশিল্পী। সন্তানের নাম রাখেন আরশ।