শিরোনাম দেখে কী বিস্মিত হচ্ছেন? সেটাই তো স্বাভাবিক। ব্যাটিং বিপর্যয় হতেই পারে, তাই বলে ৫৫ রানে অলআউট? অবিশ্বাস্য এমন ঘটনাই ঘটেছে কায়েদ-ই-আজম ট্রফিতে। সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড অলআউট মাত্র ৩৫ রানে! হাবীব ব্যাংক লিমিটেডের বিপক্ষে ব্যাটে হাতে একেবারে নাজেহাল হয়েছেন মিসবাহ উল হক, বিলাওয়াল ভাট্টি, তৌফিক উমর আর আদনান আকমলের মতো নামী ব্যাটসম্যানরাও।
ম্যাচটা শুক্রবার অনুষ্ঠিত হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে একদিন পর। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের তারকা সমৃদ্ধ দলটির এমন ব্যাটিং বিস্ময়ের জন্ম দিয়েছে। হাবীব ব্যাংক লিমিটেডের জুনাইদ খানের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে সুই নর্দানের ব্যাটসম্যানরা।
২৮ বছর পেসার জুনায়েদ ১৭ রানে তুলে নেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। একইসঙ্গে খুররম শেহজাদ ২টি আর উমর গুল নেন একটি উইকেট।
ব্যাট হাতে ফয়সালাবাদে এদিন কোন রান না করেই সাজঘরের পথ ধরেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। রান পাননি তৌফিক ওমরও। দুই অঙ্কেের দেখা পেয়েছেন শুধু বিলাওয়াল ভাট্ট্রি। তার ব্যাট থেকে আসে ১৫ রান। মোট ছয় ব্যাটসম্যান কোন রানই তুলতে পারেন নি।
অথচ মিসবাহর এই দলটিই শেষ ছয় মৌসুমের পাঁচবারই জিতেছে কায়েদ-ই-আজম ট্রফি। এবার প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জয়, একটি ড্র। কিন্তু শুক্রবার ভিন্ন এক অভিজ্ঞতাই হল!
0 coment rios: