সোশ্যাল সাইটে শনিবার রাত থেকেই তামিম বন্দনায় মেতেছে ক্রিকেটপ্রেমীরা। শুধু বাংলাদেশই নয়; ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটভক্তরা তামিম ইক...
সোশ্যাল সাইটে শনিবার রাত থেকেই তামিম বন্দনায় মেতেছে ক্রিকেটপ্রেমীরা। শুধু বাংলাদেশই নয়; ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটভক্তরা তামিম ইকবালকে হ্যাটস অফ জানাচ্ছেন।
ভাঙা হাত নিয়ে খেলতে নামা তামিম বন্দনায় সোশ্যাল সাইটে সরব হলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। নিজের ভেরিফায়েড পেইজ এবং ব্যক্তিগত আইডি থেকে দুটি স্ট্যাটাস শেয়ার করলেন তিনি।
মাশরাফি সবসময়ই বলে এসেছেন, ক্রিকেট স্রেফ একটি খেলা। এটি মানেই জীবন নয়। কিন্তু তামিমের গতকালের কীর্তি তার এই ধারণাকে কিছুটা হলেও টলিয়ে দিয়েছে। তাই ব্যক্তিগত আইডিতে ম্যাশ লিখেছেন, ‘বাঁ হাত ভেঙেছে, কিন্তু ডান হাতে তুমি জিতেছ লাখো হৃদয়। ক্রিকেট স্রেফ একটি খেলা; কখনও কখনও সেটা নয় তামিম!’
আবার ভেরিফায়েড ফেসবুক পেইজে টাইগার ক্যাপ্টেনের বক্তব্য, ‘দেশের জন্য তামিমের এমন দৃষ্টান্ত মানুষ কখনও ভুলবে না। তামিম ইকবাল এখন একটা নাম না, তামিম এখন একটা অনুপ্রেরণা। বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ল ঠিক তখনি হাল ধরেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও মিঠুন। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ পায় বড় সংগ্রহ। মুশিকে অভিনন্দন ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলার জন্য।’