সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’-এর ট্রেলার। যা রিলিজের সঙ্গে সঙ্গে তৈরি করেছে বিতর্কে। অনেকে প্রশ্ন তুলছে। যদিও অনেক আগে এর উত্তর দিয়ে রেখেছিলেন ছবির কলাকুশলীরা। তাদের কথায়, ‘চরিত্রহীন দেখলেই দর্শক বুঝতে পারবেন, এটা কোনও খারাপ ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি।’
সম্প্রতি এই ছবি নিয়ে বিস্তারিত বলেছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন আপত্তিকর অভিনয়ের আগের ও পরের কথা।
খোলামেলা দৃশ্যে প্রসঙ্গে তিনি বলেন, আমার একটা প্রজেক্টেও এখনও পর্যন্ত এই ধরনের সিন হয়নি। এখানে স্টোরিতে এমন সিনের ডিমান্ড ছিল। প্রথমে পারছিলাম না। এটা স্বীকার করব। যদিও শুটিং চলছিল যখন সবাইকে বের করে দেওয়া হয়েছিল।
খোলামেলা দৃশ্যে প্রসঙ্গে তিনি বলেন, আমার একটা প্রজেক্টেও এখনও পর্যন্ত এই ধরনের সিন হয়নি। এখানে স্টোরিতে এমন সিনের ডিমান্ড ছিল। প্রথমে পারছিলাম না। এটা স্বীকার করব। যদিও শুটিং চলছিল যখন সবাইকে বের করে দেওয়া হয়েছিল।
এই অভিনেত্রী আরও বলেন, সৌরভ (দাস) ছিল। ও খুব ইয়ার্কি করে। কমফর্ট দেয়। আমাকে বলেছিল, আরে টেনশন করিস না, হয়ে যাবে। সৌরভ বা গৌরব (চট্টোপাধ্যায়), কাউকেই চিনতাম না। প্রথমে একটু অস্বস্তি ছিল। তবে আমি যেহেতু আর্টিস্ট, এটা আমার কাজ, করে ফেলেছি। আর দেবালয় স্যর ছাড়া প্রজেক্টটা করতে পারতাম না। প্রত্যেকটা সিনে আমাকে বুঝিয়েছে। কেমন এক্সপ্রেশন দেব বুঝিয়ে দিয়েছিল। ‘কিরণময়ী’র চরিত্রটা আমার জন্য কিন্তু কঠিন ছিল।
শরৎচন্দ্রের এ গল্পের প্রেক্ষাপট ১৯০০ এর দশক। এই কাহিনি দু’জন নায়িকা। সাভিত্রী ও কিরণময়ি। এছাড়া রয়েছে সুবলা ও সরোজিনী। এই চার নারীর কথায় নিয়েই তৈরি ‘চরিত্রহীন’। যা দু’মলাট থেকে এখন দেখা যাবে ওয়েবের পর্দায়। যেখানে অভিনয় করছেন, সোহিনি ঘোষ, সৌরভ দাস, গৌরব চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, নয়না ছাড়া আরো অনেকে।
0 coment rios: