প্রথম সন্তান তৈমুর আলি খানের বয়স সবেমাত্র ২ বছর পেরোলো আর এরই মধ্যে পতৌদি নবাব পরিবারের বউ কারিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের মা হতে য...
প্রথম সন্তান তৈমুর আলি খানের বয়স সবেমাত্র ২ বছর পেরোলো আর এরই মধ্যে পতৌদি নবাব পরিবারের বউ কারিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম জিনিউজ।
কারিনা এখন ব্যস্ত সময় পার করছেন করণ জহরের ‘তখত’ এবং অক্ষয় কুমারের একটি সিনেমা নিয়ে। বলিউডের সেই নায়িকা কীভাবে আরও একবার মা হওয়ার জন্য ছুটি কাটাতে যাবেন সে চিন্তার ভাঁজ পড়েছে তার ভক্তদের মনে। তাদের আশা এই মূহুর্তে মাতৃত্বকালীন ছুটিতে গেলে অনেকটাই পিছিয়ে পড়বেন তাদের পছন্দের নায়িকা।
সম্প্রতি একটি টকশোতে হাজির হয়েছিলেন সাইফ পত্নী এবং তার প্রিয় বন্ধু অমৃতা অরোরা। সেখানেই করিনাকে দ্বিতীয় সন্তানের আগমণ নিয়ে প্রশ্ন করা হয়। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরও ২ বছর পর দ্বিতীয় সন্তান তাদের জীবনে আসতে পারে।
যা শুনে অমৃতা অরোরা বলেন, বেবো যদি আবার মা হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তখনই যেন তাকে জানানো হয়। কারিনা দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নিলে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন বলে জানান অমৃতা। যা শুনে হেসে ফেলেন কারিনা। অর্থাৎ, মজার ছলেই দ্বিতীয়বার মা হওয়ার কথা বলেছেন, না সত্যিই নতুন সন্তান আসবে, তা নিয়ে খোলাসা করে কিছু জানাননি