কক্সবাজারের ছোট মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাহমুদ করিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত মাহমুদ করিম একজন মাদক বিক্রেতা ছিলেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস এসব তথ্য জানিয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
0 coment rios: