পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ আর নেই।
দীর্ঘ অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কারাবন্দি নওয়াজের ভাই ও পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরীফ কুলসুমের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি তাকে দেখতে লন্ডন গিয়েছিলেন।
২০১৪ সালের জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭ সালের আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছিল বলে জানিয়েছে জিও টিভি।
১৯৭১-এর এপ্রিলে বিয়ে হয় নওয়াজ, কুলসুমের। অর্থ আত্মসাতের অভিযোগে বর্তমানে কারাবাস করছেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। কাশ্মীরি পরিবার থেকে আসা কুলসুম জন্মগ্রহণ করেন লাহোরে। লাহোরের ফরমান ক্রিস্টিয়ান কলেজ থেকে স্নাতক এবং ১৯৭০ সালে পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন।
আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার
0 coment rios: