নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাসারাওয়া প্রদেশে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
প্রদেশটির জরুরি সংস্থা এসব তথ্য জানিয়েছে। আর এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’।
খবরে বলা হয়, নাইজেরিয়ার রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সেমা)-র কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজা ও উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়াকে সংযোগ স্থাপনকারী লাফিয়া-মাকুর্দি সড়কের একটি পেট্রোল স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেমা’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ বলেছেন, গ্যাস ডিসচার্জ করার এক পর্যায়ে ট্রাকটি বিস্ফোরিত হয়। সেমা ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
সেমা’র ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ৩৫ জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
উসমান বলেন, ওই গ্যাস স্টেশনে কী ঘটেছে সেটি দেখতে সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ মানুষ হতাহত হয়েছেন।
সোমবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
প্রদেশটির জরুরি সংস্থা এসব তথ্য জানিয়েছে। আর এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’।
খবরে বলা হয়, নাইজেরিয়ার রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সেমা)-র কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজা ও উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়াকে সংযোগ স্থাপনকারী লাফিয়া-মাকুর্দি সড়কের একটি পেট্রোল স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেমা’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ বলেছেন, গ্যাস ডিসচার্জ করার এক পর্যায়ে ট্রাকটি বিস্ফোরিত হয়। সেমা ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
সেমা’র ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ৩৫ জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
উসমান বলেন, ওই গ্যাস স্টেশনে কী ঘটেছে সেটি দেখতে সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ মানুষ হতাহত হয়েছেন।
0 coment rios: