ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৫জুন) মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ‘সুলতান : দ্য সেভিয়র’ সিনেমাটি। টলিউডের এ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভ...
ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৫জুন) মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ‘সুলতান : দ্য সেভিয়র’ সিনেমাটি। টলিউডের এ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।
এ সিনেমাটির প্রচারণায় অংশ নিতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন মিম। ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সিনেমাটির গল্প প্রসঙ্গে জানতে চাইলে মিম বলেন, ‘রোমান্স, অ্যাকশনে ভরপুর একটি সিনেমা এটি। ঈদের সময় মানুষ যে রকম সিনেমা দেখতে চান, ‘সুলতান’ ঠিক সেই ধরনের একটি সিনেমা।
মিম বলেন, প্রথমবার সুপারস্টার জিতের সঙ্গে অভিনয় করলাম। জিৎ দা অভিনীত প্রথম সিনেমা (সাথী) যখন মুক্তি পায়, তখন আমি বড়জোর ফোর বা ফাইভে পড়ি। জিৎ দার সিনেমার গান দেখলেই টেলিভিশনের সামনে নাচতে শুরু করতাম। কোনো দিন ভাবিনি জিৎ দার সঙ্গে সিনেমা করব।
মিম আরো বলেন, ছোটবেলায় জিৎ দাকে যেমন দেখেছিলাম, এখনো তিনি সেরকমই রয়েছেন। লুক থেকে শুরু করে চেহারায় কোনো পরিবর্তন আসেনি।
জিৎ-মিম ছাড়াও এ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন, মুকুল দেব প্রমুখ। সিনেমাটির সংগীতায়োজন করেছেন সব্য গুপ্তা, শুদ্ধ রায়।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। সিনেমাটি প্রযোজনা করছে জিৎ ফিল্মসওয়ার্ক ও সুরিন্দার ফিল্মস।