‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের পর থেকেই আলিয়াকে নিয়ে সব সময় ভাবতে শুরু করেছেন রণবীর কাপুর। শুধু তাই নয়, আলিয়ার সঙ্গে বেশি করে সময়ও কাটাতে ...
‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের পর থেকেই আলিয়াকে নিয়ে সব সময় ভাবতে শুরু করেছেন রণবীর কাপুর। শুধু তাই নয়, আলিয়ার সঙ্গে বেশি করে সময়ও কাটাতে চাইছেন রণবীর। পাশাপাশি আলিয়ার সঙ্গে যাতে আরও বেশি করে সিনেমা করতে পারেন, এখন সেই চেষ্টাই করছেন কাপুর পুত্র।
সম্প্রতি বলিউডলাইফকে দেওয়া এক সাক্ষাতকারে রণবীর কাপুর বলেন, ২০২০ আগে কিছুতেই তারা বিয়ে করতে পারবেন না। সেই কারণে দু’জনেই এখন কেরিয়ার নিয়ে বেশি ব্যস্ত। কিন্তু, শত ব্যস্ততার মাঝেও আলিয়াকে নিয়ে চিন্তাভাবনা একেবারেই কমেনি রণবীরের।