যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিমান বাহিনীর হিসাব বিভাগের নিরীক্ষণ কর্মকর্তা চন্দন ঘোষের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিমান বাহিনীর হিসাব বিভাগের নিরীক্ষণ কর্মকর্তা চন্দন ঘোষের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিহত চন্দনের বন্ধুদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে শনিবার এ কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য ২০ জুন ভোর বেলায় বিমান বাহিনী হিসাব বিভাগের নিরীক্ষণ কর্মকর্তা চন্দন ঘোষ ভোরে পরিবহনযোগে ঢাকা থেকে যশোরে আসেন। এরপর রিকসা যোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।