যশোরের ঝিকরগাছায় রোপাআমন বীজতলা নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে উপজেলার শঙ্করপুর ইউনিয়নের হরিদ্রাপোতা গ্রামে।
লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্ত আনিছুর রহমান মোল্লা (৬০), পিং- অজ্ঞাত, সং- বালিয়া ডাঙ্গা, পোষ্ট- ঝুমঝুমপুর, সদর কোতয়ালী যশোর- এর নেতৃত্বে, নূর ইসলাম (৪২), পিং- মৃত- হারুন অর রশিদ, রইজার রহমান (৪৫), পিং- মৃত- জিয়াল হক, রমেছা খাতুন (৪৫), পিতা- হারুন অর রশিদ, সর্ব সাং- হরিদ্রাপোতা, উপজেলা- ঝিকরগাছা, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর গং পরস্পরের যোগসাজসে ও পূর্ব পরিকল্পিত জোটবদ্ধ ভাবে বাদীর বপণকৃত ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে সম্পন্ন নষ্ট করে দিয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪/৫ হাজার টাকা।
0 coment rios: