শুক্রবার বেলা সাড়ে এগারটার সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পাশাপোল ইউপির পলুয়া ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দু...
শুক্রবার বেলা সাড়ে এগারটার সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
পাশাপোল ইউপির পলুয়া ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল জলিল জানান, নিহত হোসেন আলী পলুয়া গ্রামে মৃত তুরাব মণ্ডলের বাড়িতে ঘরজামাই থাকতেন। শুক্রবার সকালে তার শাশুড়ির মৃত্যু হয়। তাকে পারিবারিকভাবে দাফন করা হয়। এরপর তিনি ছুটিপুর বাজারে যান বাড়ির মেহমানের জন্য মাংস কিনতে। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে এগারটার দিকে পলুয়া গ্রামের মসজিদের সামনে পৌঁছালে পেছনে আরেকটি সাইকেলে থাকা পলুয়া গ্রামের ওয়াজেদ সর্দারের ছেলে রেজাউল সর্দারকে একটি বাস (যশোর ব- ১২৩১) চাপা দিলে তার পা ভেঙে যায়। চাপা দেওয়া বাসটি চৌগাছার দিকে চলে যেতে থাকলে সেটি থামাতে রাস্তার ওপর দাঁড়িয়ে পড়েন হোসেন আলী। এসময় বাসচালক হোসেন আলীকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বাসটিকে আটকে দিলে চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান হোসেন আলী। আহত রেজাউল সর্দারকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, বাসটি আটক করা হয়েছে।