ফেরি সংকট ও অতিরিক্ত যাত্রীর চাপে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে পদ্মা পারের অপেক্ষায় আটকে রয়েছে হাজার হাজার যানবাহন। এতে তীব্র ভোগা...
ফেরি সংকট ও অতিরিক্ত যাত্রীর চাপে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে পদ্মা পারের অপেক্ষায় আটকে রয়েছে হাজার হাজার যানবাহন। এতে তীব্র ভোগান্তির মধ্যে পড়েছেন গাড়ির চালক ও যাত্রীরা। আজ শুক্রবার ভোর থেকেই শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের সারি বাড়তে থাকে। সৃষ্টি হয় দুই কিলোমিটার লম্বা যানজট।
খোঁজ নিয়ে যানা যায়, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে চারটি রো রো, ছয়টি ডাম্ব, তিনটি কে টাইপ ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করলেও রুটটিতে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। এছাড়া ছুটির কারণে ঘরমুখী মানুষের চাপে যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে আসা ফরিদপুরগামী প্রাইভেটকারের যাত্রী মো. ওয়াশিম জানান, সকাল ৫টায় ঘাটে এসেছেন তিনি। প্রায় ৫ ঘণ্টা ধরে অপেক্ষায় করছেন। এখনো ফেরি লাইনের সামনে যেতে পারেননি।
মাওয়ার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম-বাণিজ্য)) মো. খালিদ নেওয়াজ জানান, ‘যানবাহনের চাপ বেশি থাকায় ঘাটে অপেক্ষরত যানবাহনের চাপ বাড়ছে। এমনিতেই শুক্রবার ঘাটে চাপ থাকে বেশি। ছুটির দিন এই ঘাটে জনতার উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে।’