চুয়াডাঙ্গায় দামুড়হুদায় পানিতে ডুবে শামসুদ্দিন স্বাধীন (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে।
বৃহস্পতিবার (০৮ মার্চ) দুপুরে উপজেলার দর্শনায় স্থানীয় একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।নিহত স্বাধীন দর্শনা পুরাতন বাজার পাড়ার রফিকুল ইসলামের ছেলে ও দর্শনা কেরু অ্যান্ড কোং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল স্বাধীন। পথে তার হাতে থাকা একটি ফুটবল স্থানীয় একটি পুকুরে পড়ে যায়। বলটি তুলতে পুকুরে নামলে সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে তার সহপাঠিরা স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান নয়ন তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
0 coment rios: