ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার কাজ শেষ হয়নি। তার হয়ে এ্যাকশনে রয়েছেন বর্তমান উত্তর স...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার কাজ শেষ হয়নি। তার হয়ে এ্যাকশনে রয়েছেন বর্তমান উত্তর সিটির প্যানেল মেয়র ডেইজী সারোয়ার।
৪ মার্চ থেকে অঞ্চল ৫ এর অধীনের ওয়ার্ড গুলোতে মশার উপদ্রব নিয়ন্ত্রন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ডিএনসিসি-র প্রতিটা ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হবে। উক্ত প্রোগ্রামে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন প্যানেল মেয়র ডেইজী সারোয়ার। আজ মঙ্গলবার বিকালেও ডেইজী সারোয়ারের নেতৃত্বে গুলশান এলাকায় মশা নিয়ন্ত্রণে এ্যাকশনে থাকার কথা জানিয়েছেন তিনি।ডেইজি সারোয়ার বলেন, এই মাস গুলোতে মশা অনেক বেশি হয়। আগেও যখন মশা ছিল তখন আমরা ঢাকা সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলরদেরকে বলা হয়েছিল আমারা দু’বার, তিনবার করে মশার ওষুধ দিতে এবং আমরা কিন্তু দিয়েও যাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড গুলোতে। সব চাইতে বড় সমস্যা হল আমরা জানি অপরিচ্ছন্ন জায়গা যেখানে অন্ধকার জায়গা থেকে মশা বেড়ে যাচ্ছে। মশা নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত, চলতে থাকবে তারই ধারাবাহিকতায় আজ উত্তরা এয়ারপোর্টে রানওয়ে সহ আশেপাশের সমস্ত এলাকা।
তিনি আরো বলেন, যে যদি কেউ মনে করেন আমরা ওষুধ পাচ্ছি না তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড কাউন্সিল অফিসগুলোতে জানান যে আমরা এই ওয়ার্ডে ওষুধ পাচ্ছি না। আমাদের একার পক্ষে তো সব জায়গা দেখা সম্ভব হয়ে ওঠেনা। আমরা জানি অপরিচ্ছন্ন জায়গা যেখানে অন্ধকার জায়গা থেকে হয় তাই আমাদের জনগণদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
ভিডিও