যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক ক...
যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় বুধবার সকালে ছাত্রলীগ কর্মী সোহানকে একা পেয়ে মারধর করে প্রতিপক্ষের লোকেরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সোহান দোহাকুলা ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক।
এ ঘটনার পর পুলিশ উপজেলা ছাত্রলীগ সভাপতি বায়েজিদ হোসেন, তার অনুসারী ছাত্রলীগ কর্মী বাবর আলী, প্রতিপক্ষ যুবনেতা আফজাল হোসেন গ্রুপের বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং রাসেল স্মৃতি সংসদের পরিচালক এনায়েত হোসেন লিটন, একই গ্রুপের উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোয়াইব আহমেদকে আটক করে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।