বেনাপোলে’র ছোটআচড়ায় আজ ভোররাতে চোরাচালানকারী ও পন্য আটক করতে গেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর চোরাচালানকারীরা হামলা চালায়।
আজ (সোমবার) ছোটআচড়া মাঠে চোরাচালান কারীদের সংঙ্গে বিজিবির এ ঘটনা ঘটে।
এ সময় বিজিবি আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাকা গুলি বর্ষন করেছে। বিজিবি এ সময় ঘটনাস্থল থেকে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মদ, ফেনসিডিল, শাড়ি, সিগারেট স্যান্ডেল, জুতা সহ দুই ৩ চোরাচালানিকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন. বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আফতাফ হোসেনের ছেলে গফফার হোসেন (২২), তোরাবের স্ত্রী আলেয়া বেগম (৪০) এবং তার মেয়ে খাদিজা পারভিন (১৯)।
বিজিবি বেনাপোল ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম বলেন, ভারত থেকে বিপুল চোরাচালানী পন্য পাচার হয়ে ছোট আচড়া হয়ে যশোরে যাচেছ এমন ধরনের ‘গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে চোরাচালানিদের ধাওয়া করেন ।
এ সময় চোরাচালানীরা বিজিবির ওপর ইটপাটকেল ছুড়তে থাকে । তখন বিজিবিও চার রাউন্ড ফাকা গুলি ছুড়ে তাদেও ছত্র ভংগ করে দেয়।
গুলির শব্দে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে দুই নারীসহ তিন চোরাচালানি।
পরে সেখান থেকে ৭৯৫ কার্টন ইজি গোল্ড সিগারেট, ২২ পিস উন্নত মানের শাড়ি, ৬০ বোতল ফেনসিডিল, ৬৮ জোড়া স্যান্ডেল, ৬২ জোড়া কেডস উদ্ধার করা হয়।’
আটককৃত চোরাচালানিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে সুবেদার শহিদুল ইসলাম জানান। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
0 coment rios: