হাইওয়েগুলোর শোচনীয় অবস্থাতে হুমকির মুখে পড়েছে যশোরের সড়ক যোগাযোগব্যবস্থা। (মাগুরা-যশোর-খুলনা) হাইওয়ের যশোর অংশে রাস্তায় সৃষ্ট বড় বড় গর্ত যেন এক একটি মরণ ফাঁদ। যা প্রতিনিয়ত জন্ম দিচ্ছে নিত্য নতুন দুর্ঘটনা। ফলশ্রুতিতে উদ্বিগ্ন যশোরের জনসাধারণ।
মাগুরার সীমাখালী পার হওয়ার পর যশোরের বাঘারপাড়া অংশে প্রবেশ করলে রাস্তার জরাজীর্ণতার কারণে যানবাহন এ সৃষ্ট ঝাঁকিতে এর যাত্রীরা সুস্থ থাকলেও অসুস্থ হয়ে পড়ছেন, যার বেশি প্রভাব পড়ছে বয়স্ক, নারী এবং শিশুদের উপরে যা যশোর ‘নিউমার্কেট’ পর্যন্ত বিস্তৃত।এখান থেকে মণিহার পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো হলেও ভোগান্তি তে পড়তে হয় যশোর থেকে খুলনাগামী যাত্রীদের কে মণিহার থেকে রুপদিয়া পর্যন্ত এ রাস্তাটিকে স্থানীয়রা নাম দিয়ে দিয়েছেন “ভুতুড়ে হাইওয়ে”। জানতে চাওয়া হলে স্থানীয়রা বলেন প্রতি সপ্তাহে এই অংশটির জরাজীর্ণতার কারণে দুর্ঘটনা সংঘটিত হয়,যাতে হতাহতও হয়ে থাকে একাধিক।
0 coment rios: