ঘুষের ২ লাখ টাকাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. নাজমুল কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে পা...
ঘুষের ২ লাখ টাকাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. নাজমুল কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ আগে গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘুষের ২ লাখ টাকাসহ দুদকের ঢাকা বিভাগীয় পরিচালকের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।
দুদকের যশোর অফিস সূত্রে জানা গেছে, যশোর শহরের বাসিন্দা মহব্বত আলী টুটুল নামে একজন সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়ে নাভারণে বাংলা মদের ব্যবসা করেন। কিন্তু তার লাইসেন্স নবায়ন হচ্ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. নাজমুল কবির ওই ব্যবসায়ীর লাইসেন্স প্রায় তিন মাস আগে নিজের হেফাজতে নেন। তিনি লাইসেন্স নবায়ন বাবদ ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ২ লাখে বিষয়টি সমঝোতা হয়। গত বুধবার দুপুরে টুটুল ঘুষের ২ লাখ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসে এসে উপপরিচালক মো. নাজমুল কবিরের কাছে হস্তান্তর করেন। নাজমুল কবির ওই টাকা রাখেন নিজ টেবিলের ড্রয়ারে।
এর কিছু সময়ের মধ্যে ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসে যায়।
দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, ২ লাখ টাকা মদ ব্যবসায়ী মহব্বত আলী টুটুলের দেয়া ঘুষ। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে যশোর মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক নাজমুলকে আটক করা হয়। পরে গতকাল তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজঃ বনিক বার্তা