শিল্পশহর টঙ্গীর তুরাগ নদের পাড়ে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক বিদেশি মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম নূরহান বিন আব্দুর রহমান। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মালয়েশিয়ার নাগরিক। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।
এ ব্যাপারে ইজতেমা সূত্রে জানা যায়, নুরহান বিন আব্দুর রহমান বিদেশি নিবাসে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল হক সাংবাদিকদের এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে ইজতেমায় এক বিদেশিসহ চার মুসল্লি ইন্তেকাল করলেন।
0 coment rios: