যশোরের দুর্ধষ সন্ত্রাসী শিশির ঘোষ (২৮) ও রাব্বি ইসলাম শুভকে (২৭) হাত পা ভাঙা অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গত ২৩ ডিসেম্বর যশোর শহরো টিবি ক্লিনিক মোড়ে লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত চা দোকানি টিপু সুলতান হত্যা মামলার আসামি এ দুজন।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি আজমল হুদা জানান, বুধবার রাত তিনটার দিকে যশোর সদরের এড়েন্দায় দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে রক্তাক্ত জখম অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, ম্যাগজিনসহ একটি পিস্তল, একটি গুলি ও নয়টি বোমা উদ্ধার করা হয়।
ওসি বলেন, আহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর তাদের পরিচয় জানা যায়। তারা হচ্ছেন শহরের ষষ্টিতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে শিশির ঘোষ ও বেজপাড়ার ফুড গোডাউন এলাকার রবিউল ইসলামের ছেলে রাব্বি ইসলাম শুভ। তাদেরকে টিপু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, শিশিরের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি ও শুভর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া গত ২৩ ডিসেম্বর শহরের টিবি ক্লিনিক মোড়ে এ দুইজনের লক্ষ্যভ্রস্ট গুলিতে নিহত হয় চা দোকানি টিপু।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিবরণে গুলি বর্ষণকারী হিসেবে ওই দুইজনের নাম উল্লেখ করে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা.আব্দুর রশিদ জানান, রাত ৩টা৫৫ মিনিটের দিকে শিশির ও শুভকে হাসপাতালে আনে পুলিশ। শিশিরের বা হাত, ডান পায়ের হাটু ও বা পায়ের গোড়ালিতে এবং শুভর ডান হাত, বাম পায়ের গোড়ালি ও ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। তাদেরকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে শিশিরের পিতা নিত্য ঘোষ ও শুভর চাচা খবির শিকদার দাবি করেছেন, মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটের চিতলমারি উপজেলার খাসিরহাট গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে যশোরের ডিবি পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। খলিলুর রহমান শুভর আত্মীয়।
তবে পুলিশ এ দাবি ঠিক নয় বলে জানিয়েছে।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি আজমল হুদা জানান, বুধবার রাত তিনটার দিকে যশোর সদরের এড়েন্দায় দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে রক্তাক্ত জখম অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, ম্যাগজিনসহ একটি পিস্তল, একটি গুলি ও নয়টি বোমা উদ্ধার করা হয়।
ওসি বলেন, আহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর তাদের পরিচয় জানা যায়। তারা হচ্ছেন শহরের ষষ্টিতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে শিশির ঘোষ ও বেজপাড়ার ফুড গোডাউন এলাকার রবিউল ইসলামের ছেলে রাব্বি ইসলাম শুভ। তাদেরকে টিপু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, শিশিরের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি ও শুভর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া গত ২৩ ডিসেম্বর শহরের টিবি ক্লিনিক মোড়ে এ দুইজনের লক্ষ্যভ্রস্ট গুলিতে নিহত হয় চা দোকানি টিপু।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিবরণে গুলি বর্ষণকারী হিসেবে ওই দুইজনের নাম উল্লেখ করে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা.আব্দুর রশিদ জানান, রাত ৩টা৫৫ মিনিটের দিকে শিশির ও শুভকে হাসপাতালে আনে পুলিশ। শিশিরের বা হাত, ডান পায়ের হাটু ও বা পায়ের গোড়ালিতে এবং শুভর ডান হাত, বাম পায়ের গোড়ালি ও ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। তাদেরকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে শিশিরের পিতা নিত্য ঘোষ ও শুভর চাচা খবির শিকদার দাবি করেছেন, মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটের চিতলমারি উপজেলার খাসিরহাট গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে যশোরের ডিবি পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। খলিলুর রহমান শুভর আত্মীয়।
তবে পুলিশ এ দাবি ঠিক নয় বলে জানিয়েছে।
0 coment rios: