যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় রবিউল ইসলাম নামে (১৮) এক যুবক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তিনি ওই এলাকার মুন্নার বাড়ির ভাড়াটিয়া নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে। গুলিবিদ্ধ রবিউলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রবিউলের বাবা নুরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে রেলগেট এলাকার সন্ত্রাসী আশিকের নেতৃত্বে সাইদুর, তরিকুলসহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী খড়কীর ইউসুপ মেম্বারের ছেলে ফিরোজকে গুলি করার জন্য তাড়া করে। ফিরোজ দৌড়ে রবিউলদের বাড়িতে আশ্রয় নেন। রবিউলের মা ও রবিউল সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসী আশিক রবিউলকে গুলি করে। এ সময় ফিরোজ দৌড়ে পালিয়ে যান। গুলি রবিউলের পেটের বামপাশে লাগে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, রবিউলের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, রেলগেট পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে এলাকাবাসী ধরতে গেলে তারা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে রবিউল গুলিবিদ্ধ হন।
0 coment rios: