‘উদ্ভাবনে বাড়বে কর; দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্যে সারা দেশের সাথে যশোরের শুরু হয়েছে আয়কর মেলা। শহরের পৌর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার ...
‘উদ্ভাবনে বাড়বে কর; দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্যে সারা দেশের সাথে যশোরের শুরু হয়েছে আয়কর মেলা। শহরের পৌর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সকালে ৪ দিনব্যাপী এ মেলা শুরু হয়। বেলুন- ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতে কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর- ৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার গণেশ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আনছার উদ্দীন, কাস্টমস এক্সাইজ ভ্যাট যশোরের অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মোহাম্মদ মুরাদ, জেলা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য বলেন, কর সেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন। করের আওতায় সকল ব্যক্তি কর প্রদান করে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
খুলনা কর অঞ্চল যশোর সার্কেল-৮ বৈতনিক এ উদ্যোগে যশোরের এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় ১২টি স্টলে সরকারি- বেসরকারি চাকুরিজীবীসহ করদাতাগণ তাদের আয়কর রিটার্ন জমা দিতে এবং মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে তাদের আয়কর জমা দিতে পারবেন।
একইসাথে ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিস্ট্রেশন এবং বর্তমান করদাতাগণ রি- রেজিস্ট্রেশন করতে পারবেন। করদাতাদের রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় ‘হেলপ ডেস্ক’ স্থাপন করা হয়েছে।