পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় দু'দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও জানান, গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, ৫টি রাম দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্যান্ডেল-জুতো, দড়ি উদ্ধার করা হয়েছে।
0 coment rios: