যশোরে পুকুর থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল নয়টার দিকে শহরের ভোলা ট্যাঙ্ক রোডে নবকিশলয় স্কুলের পাশের পুকুর থেকে...
যশোরে পুকুর থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল নয়টার দিকে শহরের ভোলা ট্যাঙ্ক রোডে নবকিশলয় স্কুলের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার এসআই খবির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কিন্তু এখানে আসার আগেই একজন ডোম পুকুর থেকে এক নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করে।
অবৈধভাবে সম্পর্কের কারণে শিশুটি জন্ম নেয়ায় তাকে পুকুরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির বয়স আনুমানিক দুই দিন হবে৷ মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে থানায় মামলা হবে।
কোতোয়ালি থানার এসআই খবির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কিন্তু এখানে আসার আগেই একজন ডোম পুকুর থেকে এক নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করে।
অবৈধভাবে সম্পর্কের কারণে শিশুটি জন্ম নেয়ায় তাকে পুকুরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির বয়স আনুমানিক দুই দিন হবে৷ মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে থানায় মামলা হবে।