যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা এলাকা থেকে এক কেজি ৩৯০ গ্রাম ওজনের ১২ পিস সোনার বারসহ এক যুবককে আটক করেছে যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঝিকরগাছা থানা পুলিশের একটি দল।
রোববার বিকেল পাঁচটার দিকে ওই যুবককে আটক ও সোনা উদ্ধার করা হয়।
সাইফুল খাঁ (৩৫) নামে ওই যুবক তার স্যান্ডেলের শুকতলায় বিশেষ কায়দ্য়া সোনার বারগুলো বহন করছিলেন। তিনি কায়েমকোলা বাজার থেকে বেনাপোলের শিকারপুর সীমান্ত এলাকার দিকে একটি মোটরসাইকেলযোগে (যশোর হ-১৪-৯২৬০) যাচ্ছিলেন।
ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান ও ঝিকরগাছা থানার ওসি সালেহ মাসুদ করিম জানান, তাদের কাছে খবর ছিল- ঝিকরগাছার কায়েমকোলা গ্রাম দিয়ে এক য্বুক ভারতে পাচারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাবে। এই খবরের ভিত্তিতে তাদের একটি টিম মনোহরপুর গ্রামে অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে সাইফুল একটি মোটরসাইকেলে আসছিলেন। ওই সময় তাকে আটক এবং তার পায়ের স্যান্ডেল থেকে বিশেষ কায়দায় রাখা ছয়টি করে মোট ১২টি সোনার বার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন, কায়েমকোলা এলাকার এক ব্যক্তি ওই সোনা তাকে শিকারপুর সীমান্ত এলাকায় রবিউল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্যে তাকে দিয়েছিলেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান বলে দাবি করেছেন।
আটক সাইফুল শার্শার লক্ষ্মণপুর গ্রামের রাশেদ খাঁর ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 coment rios: