যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী বলেন, শুক্রবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালে ইছাদ নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।
আটক ইছাদ হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইছাদ। তিনি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
গোলাম রব্বানি বলেন, বেলা ৩টার দিকে ভর্তি পরীক্ষা চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রশাসনিক ভবনের সামনে পুলিশ ইছাদকে চেক করতে চাইলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ তাকে আটক করা হয়।
ইছাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
0 coment rios: