যশোরে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করেছে। শুক্রবার সকালে স্থানীয় একটি হোটেলে খুলনা বিভাগের প্রতিবন্ধীসহ ৪৫ জন...
যশোরে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
শুক্রবার সকালে স্থানীয় একটি হোটেলে খুলনা বিভাগের প্রতিবন্ধীসহ ৪৫ জন শিক্ষার্থীর হাতে এ বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম শাহিদ রেজা।
এ সময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, মতিউল হাসানসহ অন্যান্যরা।
মার্কেন্টাইল ব্যাংক ২০১০ সাল থেকে আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এ বছর ১ হাজার ১'শ ২ জন শিক্ষার্থীর মাঝে এক কোটি ৬০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।