যশোরে রবিউল ইসলাম (১৯) নামে এক যুবককে তার নিজের ঘরে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার ভাড়া বাসায় তাকে গুলি করা হয়। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। রবিউল যশোর শহরের রেলগেট এলাকার জনৈক মুন্না খানের বাড়ির ভাড়াটিয়া। রবিউল শহরের একটি মোটরপার্টসের দোকানের কর্মচারী।
আহতের বাবা নূরুল আমিন ভূইয়া বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের ভাড়া বাসায় একই এলাকার মালেকের ছেলের নেতৃত্বে ৪-৫জন দুর্বৃত্ত গিয়ে রবিউলকে মারধর করে। একপর্যায়ে তারা পিস্তল দিয়ে তার বুকের বামপাশে গুলি করে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক ঢাকায় পাঠিয়েছেন।
তবে রবিউলকে কি কারণে মারধর ও গুলি করা হয়েছে তা জানা যায়নি।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মাহবুবা ইসলাম মুনমুন বলেন, রবিউলের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ হোসেন বলেন, জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
0 coment rios: