জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার রাজারহাট মোড়ে সোমবার দুপুরে দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা ...
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার রাজারহাট মোড়ে সোমবার দুপুরে দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এই জরিমানা করেন।
সোহেল শেখ বলেন, ‘অভিযানকালে দেখা যায়, রাজারহাট মোড়ে খালিদ কসমেটিক্স নামে দোকানটিতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা হয়েছে। আর বাবুল মোড়ল স্টোরে মেয়াদোত্তীর্ণ শেভিং ক্রিম ও বিস্কুট বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে। এই অপরাধে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা মতে প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।’
অভিযানকালে উপস্থিত ছিলেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রাকিব সরদার, কৃষি বিপণন অধিদপ্তরের পরিদর্শক মো. কুতুবউদ্দিনসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা।