সারাদেশে বুধবার সকাল ১০টা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। এবার জেএসস...
সারাদেশে বুধবার সকাল ১০টা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। এবার জেএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ২২ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, যশোর বোর্ডের আওতায় ১০টি জেলায় ২ হাজার ৮২৬টি বিদ্যালয়ের ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ৭৭২ জন ছাত্র এবং ১ লাখ ১৬ হাজার ৬৭ জন ছাত্রী অংশ নিচ্ছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলীম জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে যাবে। পাশাপাশি নতুন নিয়মে আধাঘণ্টা আগে শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং প্রশ্নও আধাঘণ্টা আগে কেন্দ্রে এসেছে। ফলে প্রশ্ন ফাঁসের কোনও সুযোগ নেই। প্রশ্ন ফাঁস রোধে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।