নারী আইসিটি ফ্রী ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ শেষে যশোরে ২০ জন নারী ফ্রিল্যান্স্যা...
নারী আইসিটি ফ্রী ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ শেষে যশোরে ২০ জন নারী ফ্রিল্যান্স্যারকে সনদ প্রদান করা হয়েছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সনদপত্র প্রদান করা হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণলব্ধ শিক্ষা কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবপ্রসাদ পাল। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন শাহানা শর্মি ও তহুরা ইসলাম। উপস্থিত ছিলেন প্রশিক্ষক তাওহীদ পিয়াস, সাইফুল আলম তপু, আরিফুল ইসলামসহ সকল প্রশিক্ষণার্থী।