যশোর চৌগাছা আন্দুলিয়া সীমান্তে থেকে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। বুধবার রাত ১২টার দিকে চৌগাছার আন্...
যশোর চৌগাছা আন্দুলিয়া সীমান্তে থেকে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। বুধবার রাত ১২টার দিকে চৌগাছার আন্দুলিয়া ইন্দ্রপুর ব্রীজের পাশ থেকে আন্দুলিয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এ আগ্নেয় অস্ত্র উদ্ধার করে। তবে এসময়ে কাউকে আটক করেতে পারেনি বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনাকয়ক লে.কর্নেল আরিফুল হক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আন্দুলিয়া ব্রিজের পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল পড়ে আছে। সাথে সাথে আন্দুলিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার জুলহাস সেখানে ফোর্স নিয়ে তল্লাশী করে একটি বিদেশী পিস্তল উদ্ধার করেন। দুপুরে অস্ত্রটি চৌগাছা থানায় জমা দিয়ে অজ্ঞাত নামে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।